এপ্রিলের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে সিউড়ি পুরসভার নতুন আইন
New Siuri Municipality law to come into effect in first week of April

Truth Of Bengal: সিউড়ি পুরসভার কমিউনিটি হলে সিউড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন হল। সেখানে পুর নাগরিকদের প্লাস্টিক বন্ধ-সহ পুরসভার দেওয়া আবর্জনা ফেলার বালতির ব্যবহার করার কথা বলা হয়। পাশাপাশি বলা হয়, কেউ যদি নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করেন তাহলে তাঁকে দিতে হবে ফাইন, যা সর্বনিম্ন এক হাজার টাকা থেকেও বেড়ে দাঁড়িয়ে এক লক্ষ টাকাও হতে পারে।
এর সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, পুরসভা থেকে যে দু’টি বালতি দেওয়া হয়েছে, সেই বালতিতে আবর্জনা দু’টি ভাগে ভাগ করে যে গাড়িগুলি ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে আবর্জনা সংগ্রহ করে তাতে ফেলতে হবে। পাশাপাশি তিনি জানান, এবার থেকে আবর্জনা সংগ্রহের জন্য বাড়ির উচ্চতা অনুযায়ী প্রতি মাসে টাকা দিতে হবে। একতলাবাড়ির ক্ষেত্রে দিতে হবে দশ টাকা। মাটির বাড়ির ক্ষেত্রেও একই মূল্য প্রযোজ্য।দু’তলা-তিনতলা বাড়ির ক্ষেত্রে দিতে হবে যথাক্রমে ৩০ ও ৪০ টাকা।
এই নিয়ম শুরু হচ্ছে এপ্রিলের মাঝামাঝি থেকে। এর জন্য দেওয়া হবে পাকা বিল। চেয়ারম্যান বলেন, যেভাবে বিভিন্ন জায়গায় আবর্জনার স্তুপ তৈরি হচ্ছে, যেখানে সেখানে প্লাস্টিকের ব্যবহার করে প্রকৃতির সৌন্দর্যকে নষ্ট করা হচ্ছে। তাই প্রকৃতি বাঁচাতেও মানুষকে সচেতন হত হবে। প্লাস্টিক বন্ধের পাশাপাশি আবর্জনা স্তূপের পাহাড় না তৈরি করার জন্য তিনি আবেদন জানান।
এবার থেকে পুরসভা কর্মীরাই বাড়িতে বাড়িতে যাবেন আবর্জনা নিতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান ছাড়াওবীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক, সিউড়ি পুরসভার এক্সজিকিউটিভ অফিসার উজ্জ্বল মিশ্র।