
Truth of Bengal : নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নাম করে তোলাবাজিতে অভিযুক্ত শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান রাবণ মন্ডল ও চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস প্রধান মতিউর রহমান। এমনই এক অভিযোগের ভিত্তিতে দিনভর জিজ্ঞাসাবাদের পরে রাবণ এবং মতিউর রহমানকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।
অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে এলাকায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নাম লেখা নোটিশ স্থানীয় কিছু ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে দিচ্ছিলেন শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবন মন্ডল। নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক ব্যক্তি ভুয়ো নোটিশ পান। সেই নোটিসে লেখা ছিল তাকে মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা অফিসে যেতে হবে। এরপরই রাবণ তাকে ফোনে জানাই চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মতিউর রহমানের কাছে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। মতিউরের কাছে যেতেই মতিউর টাকার দাবি করে। এরপরই তিনি গোলাপগঞ্জ ফাঁড়িতে যোগাযোগ করেন।
গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশেরও সেই নোটিশ দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য রাবণ ও মতিউরকে ডেকে পাঠানো হয়। রাতভর জিজ্ঞাসাবাদের পর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। কালিয়াচকের এসডিপিও ফয়সল রেজা জানিয়েছেন, এই নোটিসের সাথে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কোন সম্পর্ক নেই। সম্পূর্ণটাই ভুয়ো। এর সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।