নদীয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন যুবককে! প্রাথমিক তদন্তের উঠে এল চাঞ্চল্যকর তথ্য

The Truth Of Bengal: নদীয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কল্যানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিধান পল্লী এলাকায়। নিহতের নাম উত্তম দাস (৩২)। সূত্রের খবর উত্তম দমদম এলাকার বাসিন্দা। তবে তাঁকে হত্যার এই ঘটনাটি ঘটেছে ঘটেছে নদীয়া জেলার কল্যানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিধান পল্লী এলাকায়।
পরিবার সূত্রে ইতিমধ্যেই জানা গিয়েছে তাঁর শংকরী দাসের সঙ্গে সম্পর্ক ছিল বহুদিনের। এবং যদিও তাঁদের এই সম্পর্কের কথা মেনে নেয়নি মেয়েটির পরিবার থেকে। যার ফলস্বরুপ বৃহস্পতিবার শংকরী দাসের বোনের স্বামী সুব্রত শীল ধারালো অস্ত্র দিয়ে প্রহার করে উত্তম দাস’কে। ঘটনার সময় চিৎকার চেঁচামেচি করলে সেখান পালিয়ে যান সুব্রত। পরে উত্তম দাস’কে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার ফলে মানশিকভাবে ভেঙে পড়েছেন উত্তম এর পরিবার। তবে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত সুব্রত সিলের স্ত্রী ও মেয়ের উপরে নজর পড়েছিল উত্তমের, সেই আক্রোশের কারণেই এই খুন! যা উঠে আসছে প্রাথমিকভাবে তদন্তের অনুমান হিসেবে। সুব্রত শিলের বাড়ি কল্যাণীর গয়েশপুর পৌরসভা এলাকায়। এবং ইতিমধ্যেই কল্যাণী থানার পুলিশ শংকরী ও সুব্রত সিলের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। অন্যদিকে অভিযুক্ত সুব্রত শীলের খোঁজে তল্লাশি চলাচ্ছে কল্যাণী থানার পুলিশ।