রাজ্যের খবর
আরও কড়া সিদ্ধান্ত, সরকারি চিকিৎসকদের জন্য আসছে নতুন নিয়ম
More tough decisions, new rules are coming for government doctors

Truth Of Bengal: এবার স্বাস্থ্য সাথী স্কিমের আওতায় থাকা চিকিৎসা ব্যবস্থায় আরও কড়া সিদ্ধান্ত বাংলার সরকারের। যদি সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেন তাহলে চিকিৎসা করার আগে দিতে হবে এনওসি। সরকারের তরফ থেকে এনওসি দিতে হবে সরকারি চিকিৎসকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনই প্রস্তাব দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই প্রস্তাব অনুমোদন হলেই শুরু হবে স্বাস্থ্য দফতরের কাজ।
সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকালে একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেছেন। আন্দোলনকালে উঠে এসেছে কতজন সরকারি চিকিৎসক এই স্বাস্থ্য সাথীর অধীনে চিকিৎসা করেছেন তা উঠে এসেছে আন্দোলনকালে। সেসব কারণেই রাজ্য সরকার এই কড়াকড়ি নিয়ম নিয়ে আসছে বলে গুঞ্জন চলছে একাধিক মহলে।