রাজ্যের খবর
রেমালের জেরে আরামবাগের বহু এলাকা জলমগ্ন
Many areas of Arambagh are under water due to Remal

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের পর শুরু হয়েছে জেলা জুড়ে বৃষ্টি। গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ড ফল করেছে। তার প্রভাব পড়েছে রাজ্যের প্রত্যেকটি জেলাতেই।
আরামবাগ জেলাতেও শুরু হল ঝড় বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনেই এই ঝড়-বৃষ্টিতে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। আরামবাগ মহকুমা জুড়ে একাধিক যায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীদের। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরোচ্ছেন না।
প্রসঙ্গত, ক্রমশ নিজের শক্তি ঊর্ধ্বমুখী করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে ধ্বংসের খেলা দেখাতে শুরু করে দিয়েছে এই ঝড়। শুধুমাত্র যে চিন্তায় রয়েছে উপকূলবর্তী এলাকাবাসী তা নয়, কপালে চিন্তার ভাঁজ পড়েছে শহরও।