সুস্থ হয়ে নামতে চলেছেন ময়দানে, কৃষ্ণনগর দিয়ে লোকসভার প্রচার শুরু মমতার
Mamata began her Lok Sabha campaign with Krishnanagar

Truth Of Bengal : কয়েকদিন আগে বাড়িতে চোট পেয়ে জখম হয়েছিলে মুখ্যমন্ত্রী। কপালে ব্যন্ডেজ থাকা অবস্থায় তিনি গিয়েছিলেন গার্ডেনরিচে। বহুতল বিপর্যয়ের পর সেই প্রথম রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে বাড়িতে বিশ্রামে আছেন তিনি। নির্বাচনের দিন ঘোষণার পর এই প্রথম তিনি দলের প্রচারে জনসভা করতে চলেছেন। ৩১ মার্চ থেকে তাঁর কর্মসূচি শুরু হচ্ছে। তৃণমূল সুপ্রিমোর প্রথম জনসভা হতে চলেছে নদিয়ার ধুবুলিয়ায়। কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।
টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সাংসদপদ যায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের। তাঁর মতো সাংসদের অপসারণ তৃণমূল শিবিরে বড় ধাক্কা ছিল। আগের কেন্দ্রে সেই মহুয়াকে ফের প্রার্থী করেছে তৃণমূল। প্রথম থেকেই মহুয়ার পাশে ছিল দল। বারবার দলের নেতারা তা বুঝিয়ে দেন। মহুয়ার সাংসদ পদ যাওয়ায় খুশি হয়েছিল বিজেপি। এবার সেই মহুয়ার সমর্থনে প্রথম সভা করতে চলেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী ৩১ মার্চ মহুয়া মৈত্রের হয়ে ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা করবেন তিনি।
লোকসভা ভোটে নিজেদের জেতা কেন্দ্রগুলি ধরে রাখার পাশাপাশি বিজেপির কাছ থেকে যতটা সম্ভব বেশি আসন ছিনিয়ে নেওয়াকে পাখির চোখ করেছে তৃণমূল। আর সেই লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের সবথেকে বড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি কেন্দ্রের প্রার্থী চান অন্তত তাঁর জন্য একবার তাঁর কেন্দ্রে প্রচারে আসুন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৬ মার্চ ভোট ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাইরে কোথাও প্রচারে যেতে পারেননি। কারণ তাঁর আগে তিনি আহত হয়েছিলেন। এবার সুস্থ হয়ে প্রচারে নামতে চলেছেন। নদিয়ার কৃষ্ণনগর দিয়ে লোকসভার নির্বাচনী প্রচার শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
FREE ACCESS