সন্দেশখালির পরিকল্পনা ভেস্তে দিয়েছেন মহিলারা, বললেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee public meeting at Sandeshkhali

The Truth of Bengal: ‘বিজেপির প্ল্যান এ বাতিল হয়ে গিয়েছে। সন্দেশখালির মহিলারা তা বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি হল দাঙ্গা লাগানোর পরিকল্পনা। যা এখনও জারি আছে। ওদের কাজ ধর্মস্থানে অশান্তি তৈরির চেষ্টা করা। সন্দেশখালির মা বোনেদের সঙ্গে যা ঘটেছে, তার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখিত। মা-বোনেদের নিয়ে যেন অসম্মানের খেলা কেউ না খেলে।‘ সন্দেশখালি নিয়ে বিজেপির এই পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে এদিন সভা করেন সংগ্রামপুরের মেরুদণ্ডী মাঠে। কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বিশেষ করে সন্দেশখালি নিয়ে তিনি কী বলেন।
ইডি-র হামলার ঘটনা দিয়ে শুরু। তারপর অনেক জল বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী দিয়ে। একসময় শাহজাহান বাহিনীকে পথে নামা বিজেপি পরে হাতিয়ার করে তথাকথিত নারী নিগ্রহের ঘটনাকে। তাঁরা নিগহের শিকার হয়েছেন, এমন দাবি করা কিছু মুখ ঢাকা মহিলার বক্তব্য সামনে রেখে জলঘোলা করতে থাকে বিজেপি। রাজনৈতিক ফায়দা তুলতে পুরোটাই যে পরিকল্পনা করে সাজিয়েছিল, তা ফাঁস হয়ে যায় তাদের দলের এক নেতার কথায়। গঙ্গাধর কয়াল নামে সন্দেশখালির ওই বিজেপি নেতা স্বীকার করে নেন বিজেপি টাকা দিয়ে কী ভাবে পরিকল্পনা সাজিয়েছিল। বিজেপির এই পরিকল্পনা মাঠা মারা যায়। বিজেপির সেই চক্রান্তকে এদিন ফের তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভায় সন্দেশখালির ঘটনা নিয়ে মমতা বলেন, ‘আমি প্রথমেই বলব সন্দেশখালির মা বোনেদের জন্য। যা ঘটেছে এবং যেভাবে মা বোনেদের অসম্মান করা হয়েছে তারঁ জন্য আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর যেন কেউ না খেলে। এটা সামনে না এলে মানুষ বুঝতেই পারত না বিজেপি চক্রান্তটা কী করে করেছিল। আরও যে কোনও জায়গায় করতে পারে।‘