
The Truth of Bengal: রাজ্য সরকারের ২০টি প্রকল্পের পরিষেবা ও অন্যান্য সমস্যার সমাধান গত ২০ জানুয়ারি থেকে শুরু গোটা রাজ্যব্যাপী শুরু হয়েছে সমস্যা সমাধান-জনসংযোগ শিবির। দুয়ারে সরকারের পর এবার রাজ্য সরকারের উদ্যোগে সমস্যা সমাধান ও জনসংযোগ চলছে গ্রামে গ্রামে। গোটা রাজ্যের মতো মালদা জেলায়ও এই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় তিন লক্ষ মানুষ পরিষেবা প্রদানমূলক কাজে অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। পাড়ায় পাড়ায় পৌঁছে গিয়ে সরকারি আধিকারিক পৌঁছে দেন সরকারি নানা পরিষেবা।
জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। তিনি জানান, মালদা জেলায় ৬ হাজার ক্যাম্প করা হবে। প্রতিটি ক্যাম্পে তিনজন করে প্রতিনিধি থাকছেন। যারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে এবং সমাধানের পথ দেখাচ্ছেন। জেলার তিন হাজারেরও বেশি বুথে এই জনসংযোগ কর্মসূচির ক্যাম্প চলছে। এই মুহূর্তে তিন লক্ষ মানুষ বিভিন্ন ক্যাম্পে এসেছেন নিজেদের সমস্যার বিষয়ে আবেদন জানাতে।
সেগুলি তদারকি করে দেখেই দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া দুয়ারে সরকার প্রকল্প ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। এখানেই শেষ হয়নি সরকারের উদ্যোগ। এবার মানুষের সমস্যা সমাধানের জন্য তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে গেল সরকার। রাজ্যের প্রান্তিক ও দরিদ্র মানুষদের জন্য সকল প্রকার নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ ‘সমস্যা সমাধান-জনসংযোগ’। ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া পরিষেবা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি শিবিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখার মতো।