রাজ্যের খবর

গাড়ির ধাক্কায় আক্রান্ত মালদার বিধায়ক, অল্পের জন্য বাঁচল প্রাণ

Malda MLA injured in car accident, narrowly escapes death

Truth Of Bengal: আক্রান্ত মালদার মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র। অল্পের জন্যে রক্ষা পেলেন তিনি। শনিবার রাত ১০ টা নাগাদ এমনই ঘটনা ঘটে, মালদহ মানিকচক রাজ্য সড়কে। জানা যায়, ধরমপুরের কাছে সাবিত্রি মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে একটি গাড়ি। তারপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই গাড়ির চালক।

কোনো মতে বিধায়কের গাড়ির চালকের তৎপরতাতে গাড়িটি পাস কাটিয়ে বেড়িয়ে গেলেও আবার ঘুরে আসে। এরপর পেছন থেকে সাবিত্রি মিত্রের গাড়িটি ফলো করতে থাকে। এই দেখে ভয়ে সাবিত্রি মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করান। এরপর সেখান থেকে তিনি মানিকচক থানা এবং মিলকী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশকে খবর দেওয়া হলে তারা ওই সন্দেহজনক গাড়িটির খোঁজে তল্লাশি চালাতে শুরু করে।

Related Articles