রাজ্যের খবর

লক্ষী ভান্ডারের বৃদ্ধি পাওয়া ভাতা হাতে পেয়ে আনন্দে লক্ষী পূজার আয়োজন

Lakshmi Puja is organized with joy after receiving the allowance for the increase of Lakshmi Bhandar

The Truth Of Bengal : মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান ঃ  মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন এপ্রিল মাস থেকে লক্ষী ভান্ডার এর বরাদ্দ বেড়ে ৫০০ থেকে হাজার হয়েছে। আবার যারা ১ হাজার টাকা পেতেন তাদের ক্ষেত্রে ১২০০ টাকা হয়েছে। আর এপ্রিল মাসের প্রথম লক্ষী ভান্ডারের টাকা ঢোকার পরেই লক্ষ্মী পূজার আয়োজন করলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকার মহিলারা।

শুধু এই এলাকারই নয় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ১১ টি গ্রামের ২৯টি সংসদে একইভাবে লক্ষ্মীপূজো অনুষ্ঠিত হচ্ছে। শ্রীরামপুর এলাকায় আয়োজিত লক্ষী পূজায় সেখানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উদ্যোক্তাদের তরফে এক উদ্যোক্তা মহিলা তিনি বলেন, লক্ষী ভান্ডারের টাকা দ্বিগুন হবার আনন্দেই এলাকার মহিলারা লক্ষী পূজোর আয়োজন করেছে। আর সেই লক্ষী ভান্ডারের টাকা দিয়েই বিভিন্ন মহিলারা বিভিন্নভাবে সাহায্য করার ফলেই আজ এই পুজোর আয়োজন। প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক তিনি দিন বলেন, মুখ্যমন্ত্রীর এই প্রকল্প যে সার্থক হয়েছে মহিলাদের স্বতঃস্ফূর্তভাবে এই লক্ষ্মী পূজোয় তার প্রমাণ।

Related Articles