কলকাতারাজ্যের খবর
রাজ্যবাসী দের জন্য সুখবর, সাধারণের জন্য রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা
Lakshmi Bhandar

The Truth of Bengal: লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করল রাজ্য। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ৫০০ টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা করা হল ১ হাজার টাকা। এবং যাঁরা এতদিন ১ হাজার টাকা ভাতা পেতেন, তাঁরা এবার থেকে ১২০০ টাকা ভাতা পাবেন।
ক্ষমতায় আসার পর রাজ্যের মা, বোনেদের স্বার্থে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যের প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পে ভাতা পেয়ে থাকেন।
এক লাফে ৫০০ টাকা থেকে ভাতা ১০০০ টাকা অর্থাৎ ডাবল হয়ে যাওয়ায় মহিলারা অনেকখানি উপকৃত হবেন বলেই মনে করছে রাজ্য। অন্যদিকে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য বরাদ্দ বেড়ে হল ১০০০ টাকা থেকে ১২০০ টাকা।