রাজ্যের খবর

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন মঞ্জুর

Kuntal Ghosh granted bail in primary recruitment corruption case

Truth Of Bengal: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর কুন্তল ঘোষের। হাইকোর্টে নিয়োগ মামলায় শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয় তার। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিল কুন্তল। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন তিনি। তবে জমা রাখতে হবে পাসপোর্ট। ২০২৩ সালের ২১ জানুয়ারি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয় কুন্তল। এবার ইডির করা সেই মামলায় জামিন পেলেন তিনি। তবে এখনই জেল থেকে মুক্তি মিলছে না তার।  ইডির দায়ের করা মামলায় জামিন পেলেও সিবিআইয়ের করা মামলায় এখনও জেলে থাকতে হবে কুন্তলকে। এদিন তার জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ।

কুন্তলের জামিনের আবেদন মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ রায় নির্দেশ দেন, শর্তসাপেক্ষে জামিন পাবেন অভিযুক্ত। শর্তগুলি হল:

  • অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে।
  • নিম্ন আদালতে শুনানির সময় তাঁকে হাজির থাকতেই হবে।
  • মোবাইল নম্বর জমা দিয়ে দিতে হবে আদালতে।
  • ওই মোবাইল নম্বরটি পরিবর্তন করা যাবে না।
  • কোনও সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না।