Kunal Ghosh: কুনালকে ‘পচা নর্দমা’ তকমা মিঠুনের, ‘আমি দেব নই’ পাল্টা কুনালের
TMC leader Kunal Ghosh responds sharply after BJP’s Mithun Chakraborty labels him ‘dirty drain’. The war of words intensifies in pre-election Bengal
 
						Truth of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় যেমন জোরদার প্রচার-পর্ব চালু করেছে সকল রাজনৈতিক দল, তেমনি অব্যাহত রয়েছে আক্রমণ ও পাল্টা আক্রমণ পর্ব। একে অপরের দুর্নীতিকে হাতিয়ার করে লাগাতার কটাক্ষ করে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি(Kunal Ghosh)। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে সভা করে আক্রমণ করেছে ঘাসফুল শিবিরকে। আবার অন্যদিকে, ২১শে জুলাই মঞ্চ থেকে বিজেপিকে বড় হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় বলতে গেলে, বিধানসভা নির্বাচন দেরি হলেও একটা ভোটের আমেজ তৈরি হয়ে গেছে বাংলায়।
[আরও পড়ুনঃ Kolkata Derby: ডার্বির আগুনে উত্তপ্ত শ্রাবণ! শনিবার কল্যাণীতে মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল]
এই পরিস্থিতিতে একটি ভিডিও ভাইরাল করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ নিজের ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের জাতীয় কর্মসমিতির সদস্য, তথা বিশিষ্ট অভিনেতা, মিঠুন চক্রবর্তী তাঁর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন। সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিককে আক্রমণ করে মহাগুরু জানান যে কুনাল ঘোষ ‘পচা নর্দমা’। এরপরই সেখানে কমেন্ট করা শুরু করেন অনেকে। কেউ নেন মহাগুরুর পক্ষ, আবার কেউ নেন কুনাল ঘোষের।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
তবে ক্যাপশনে একটি বিশেষ বার্তা দিয়েছেন কুনাল ঘোষ। দলের তারকা সাংসদ দেবের প্রসঙ্গও তিনি টেনে আনেন। পোস্টে লেখা, “আমি তো দেবের মত ভালো ছেলে নই(Kunal Ghosh)। মিঠুনদা আমাদের সরকার, দল সম্পর্কে কুৎসা করলেও দেব হাসিমুখে ওঁর সঙ্গে সিনেমা করে, তার ছবি পোস্ট করে, কুৎসার জবাব দেয় না। আমি কুণাল ঘোষ, যুক্তি দিয়ে পাল্টা জবাব দিই মিঠুনদাকে। দেব মিষ্টি, আমি দুষ্টু। তাই সাংবাদিক সম্মেলনে আমার নাম শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন জলঢোঁড়া। হা হা।”
যদি এই পোস্ট দেখে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন যে মিঠুন চক্রবর্তীর কটাক্ষ করতে গিয়ে কুনাল ঘোষ দেবকেও একপ্রকার একহাত নিলেন(Kunal Ghosh)। যদি অনেকে আবার মনে করছেন তেমনটা হয়নি। তবে দুজনের একে অপরকে এই আক্রমণ-পাল্টা আক্রমণ দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্যবাসীর। এমন পরিস্থিতিতে দেখার বিষয় যে ঘাসফুল শিবির মিঠুন চক্রবর্তীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোন পদক্ষেপ নেয় কিনা। শুধু তাই নয়, এই পর্ব আগামীদিনে কোন পথে এগোয়ে, সেটাও এখন দেখার বিষয়।
 
				





