রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে কামারপুকুর
Kamarpukur decorated to mark Ramakrishna's birth anniversary

Truth Of Bengal: রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। প্রতিবছরের ন্যায় সেজে উঠেছে কামারপুকর। তিনি যুগাবতার। ১৮ই ফেব্রুয়ারী ১৮৩৬ সালে কামারপুকুরে জন্মগ্রহণ করেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব। এবছর তাঁর ১৯০ তম জন্মতিথি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে কামারপুকুর মঠ ও মিশন। ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে রামকৃষ্ণ মঠ ও মিশন।
এদিন ভোর ৪.৩০ মিনিটে মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। সকালে নানা বাদ্যযন্ত্র সহযোগে প্রভাতফেরি করেন ভক্তরা। তারা প্রভাতফেরি করে গোটা কামারপুকুর চত্তর প্রদক্ষিণ করে। সেখানে অংশ নেয় রামকৃষ্ণ মিশনের ভক্ত সহ সাধু, সন্ন্যাসী ও পার্শ্ববর্তী এলাকার বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামকৃষ্ণ নামগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষের তরফ থেকে সারাদিন ব্যাপী পূজার্চনার আয়োজন করা হয়েছে।
দিনভর চলবে চণ্ডীপাঠ, হোম, রামকৃষ্ণদেবের কথামৃত পাঠ। দূরদূরান্ত থেকে এদিন অগনিত ভক্তরা এসেছেন ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থানে। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি চলবে ১৫ দিন ব্যাপী মেলা। এদিন ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যাবস্থা করে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ, প্রসাদ বিতরণের সময় সকাল ১০.৩০। ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে প্রতি বছরই ভক্তের ঢল নামে কামারপুকুরে। উৎসব উপলক্ষে তাই প্রশাসন বিশেষ নজর রেখেছে , রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা।