
The Truth of Bengal: ৭ সেপ্টেম্বর ১৯৬৫। সকাল ৬টা ৩০। পাকিস্তানের আচমকা হামলা। ৬টি এফ-৮৬ সাবরে যুদ্ধবিমানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় বায়ু সেনার কলাইকুণ্ডা বিমানঘাঁটি। প্রথম হামলার পর আবার ৪টি এফ ৮৬- সাবের যুদ্ধ মান নিয়ে দ্বিতীয় হামলার ছক কষে পাকিস্তান। তবে সেই হামলার আগেই উপযুক্ত জবাব পেয়েছিল পাকিস্তান। দ্বিতীয়বারের হামলা হামলা সফল হওয়ার আগেই ভারতীয় বায়ু সেনার পাইলট আলফ্রেড টিম কুক একা হাতে ধ্বংস করে দেন পাকিস্তানের ৪টি এফ- ৮৬ সাবরে যুদ্ধবিমান।
টিম কুক হান্টার যুদ্ধ বিমান নিয়ে শত্রুপক্ষের সঙ্গে মাঝ আকাশে লড়াই করেছিলেন। অত্যন্ত বীরত্বের সঙ্গে সেই লড়াইয়ে তিনি পাকিস্তানকে উপযুক্ত জবাব দয়েছিলে। সেই অসীম শৌর্যের জন্য বীরচক্র সম্মান দেওয়া হয় ভারতীয় বায়ু সেনার পাইলট আলফ্রেড টিম কুককে। ১৯৬৫ সালে ভারত পাক-যুদ্ধের সেই ঘটনা ইতিহাস হয়ে আছে। ৫২ বছর পর সেই পুরনো বীরত্বের কীর্তির স্মৃতিচারণ করলেন আলফ্রেড টিম কুক।
বুধবার কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে হল একটি বিশেষ এয়ার শো। সেখানে দেখানো হল ১৯৬৫ সালের ইন্দো-পাক যুদ্ধের সেই মুহূর্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ু সেনার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধের নায়ক আলফ্রেড কুক।ইন্দো-পাক বিমান যুদ্ধের এয়ার শো ঘিরে সেজে উঠেছিল কলাইকুণ্ড বিমানঘাঁটি। সেদিনের সেই যুদ্ধের নায়ক যুদ্ধ বিমান পাইলট আলফ্রেড কুকের উপস্থিতিতে ফিরে আসে ১৯৬৫ সালের সেই যুদ্ধের ইতিহাস।
Free Access