রাজ্যের খবর

মুর্শিদাবাদে জুট মিলে আগুন, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

Jute mill fire in Murshidabad, risk of heavy damage

The Truth Of Bengal : সুদীপ রায় – মুর্শিদাবাদ :  আইসবাগ সারদা জুট মিলে হঠাৎ করে মেশিন চলাকালীন মেশিনের বেল্টে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে পাটের বান্ডিলে। সেখানে কোনো রকম জলের ব্যবস্থা না থাকায় মানুষজন বাইরে থেকে জল এনে আগুন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘ প্রচেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রনে না আসায় তৎক্ষণাৎ তারা দমকলে খবর দেয়।

বহরমপুর অগ্নিনির্বাপন কেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন এবং একটি পাম্প এসে তাড়াতাড়ি আগুন নেভানোর কাজে নেমে পড়েন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বহরমপুর অগ্নিনির্বাপন কেন্দ্রের অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, “কি করে আগুন লাগল এই মুহূর্তে বলা যাবে না, কারণ ইলেকট্রিকও আছে মেশিনও চলছিল। তাই কি থেকে হয়েছে এখন তা বলা সম্ভব নয়। তিনি আরও জানান, “আগুন এখন আয়ত্বে। পাটের বান্ডিল গুলো খুলে ফেলে সেগুলি তে জল দেয়া হচ্ছে।” সারদা জুট মিলের কর্মচারী ওয়াসিম আনসার বলেন, “কমপক্ষে কোটি টাকার মতো পাটে আগুন লেগে যায়।”

Related Articles