কেশপুরে বন্যা কবলিত দুর্গতদের চিকিৎসা পরিষেবা ও ত্রাণ তুলে দিল জুনিয়র ডাক্তাররা
Junior doctors provided medical services and relief to flood victims in Keshpur

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- কলকাতার থেকে কেশপুরে এসে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন আরজিকরের জুনিয়র ডাক্তাররা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের ১১ নম্বর অঞ্চলের কানাখালি গ্রামে গিয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়েই রোগী দেখলেন প্রতিবাদী ডাক্তাররা। বন্যা হওয়ার কারণে রাস্তার উপর জল দাঁড়িয়ে রয়েছে এখনো। গৃহবন্দী রয়েছেন অনেক মানুষ। সেই গৃহবন্দী মানুষদের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা দিলেন অভয়া ক্লিনিক এর সদস্যরা।
পাশাপাশি শুকনো খাবার সহ চার ডাল তুলে দেন গৃহবন্দী মানুষদের হাতে। আরজিকর থেকে আসা প্রতিবাদী জুনিয়র ডাক্তার বাবুরা বাড়ি বাড়ি গিয়ে বন্যা পরবর্তী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন পাশাপাশি নানারকম সাবধানতা অবলম্বনে সুপরামর্শ দেন, সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের মিত্র প্রয়োজনীয় ওষুধ থেকে খাবার মানুষের মধ্যে বিলিয়ে দেন।
২০-২৫ জনের জুনিয়র ডাক্তারদের টিম কেপুরের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করলেন। তারা জানান শুধুমাত্র কলকাতা থেকে আন্দোলন করা নয়, মানুষের পাশে থাকাটাও একটা কাজ। অভয়ার বিচার চেয়ে যখন আমরা কলকাতার রাজপথে আন্দোলন করছি, সেই সময় যেইভাবে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাই আমরাও বন্যাকে বলি তোর এলাকার মানুষের পাশে এসে দাঁড়ালাম।