রাজ্যের খবর

আড়িয়াদহ কাণ্ডে গ্রেফতার জয়ন্ত সিং, ধৃতের সংখ্যা বেড়ে ৯

Jayant Singh arrested in Ariyadah case, the number of arrests increased to 9

The Truth Of Bengal : আড়িয়াদহ কাণ্ডের প্রায় ৪ দিন পর অবশেষে গ্রেফতার মূল পান্ডা। ইতিমধ্যেই পুলিশের জলে অভিযুক্ত জয়ন্ত সিং। পুলিশ সূত্রে খবর বুধবার রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে তবে বৃহস্পতিবার অর্থাৎ আজ তাকে আদালতে তোলা হবে।

জানা যায়, এতদিন মোট ৮ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর নাগাল পাচ্ছিল না পুলিশ। তবে অবশেষে বুধবার গভীর রাতে বেলঘড়িয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় জয়ন্ত সিং কারো সঙ্গে দেখা করতে আসবে। আর এই খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জয়ন্তকে বনহুগলি থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পেশ করা হবে। এ পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত রবিবার আড়িয়াদহ কান্ডকে ঘিরে শোরগোল পড়েছিল গোটা রাজ্যে। ঘটনার সিসিটিভি ফুটেজও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার উপরে মা এবং ছেলে অর্থাৎ সায়নদীপ পাঁজা ও তার মা বুবুন পাঁজাকে বেধড়ক মারধর করা হয়। এরপর স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছিল, সায়নদীপের সঙ্গে বেশ কিছু যুবকের ঝামেলা থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে।

আরো জানা যায়, কিছুক্ষণের মধ্যেই ছোটদের মধ্যে সেই ঝামেলা বৃহৎ আকার নেয়। পরে জয়ন্ত সিং এবং তার দলবল ওই যুবককে বেধড়ক মারধর করে। ছেলেকে মারধর করছে দেখে, বাঁচানোর জন্য এগিয়ে আসেন মা। এরপর মা ও ছেলে দুজনেই আহত হয়। মা ও ছেলে দুজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সায়নদীপের পাঁজরে চোট লাগে। মাড়ির ভেতরে দুটি দাঁত ঢুকে গিয়ে গুরুতর জখম হয়। গত মঙ্গলবার তার অপারেশন করা হয়েছে।