গরমে কাহিল বন্য প্রাণীরা, জয়পুর জঙ্গলে বিশেষ উদ্যোগ বনদফতরের
Jaipur forest department takes special initiative to protect wild animals in summer

Truth Of Bengal: বাঁকুড়া জেলার অন্যতম অরণ্য ক্ষেত্র জয়পুর জঙ্গল। জয়পুর রেঞ্জের অধীনে আনুমানিক ৩০০০ হেক্টর এলাকায় নিয়ে বিস্তীর্ণ এই জঙ্গল। বছরের বিভিন্ন সময় ওই জঙ্গলে হাতি আনাগোনা লেগে থাকে। জয়পুর রেঞ্জের প্রায় ১৫০ হেক্টর জায়গা জুড়ে রয়েছে ৫০০র অধিক বিভিন্ন প্রজাতির হরিণ। খরাপ্রধান এলাকা লালমাটির জেলা বাঁকুড়ার তাপমাত্রা দিনের পর দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। শুকিয়ে যাচ্ছে একের পর এক পুকুর।
বন্য হরিণ এবং অন্যান্য প্রাণীরাও কাহিল হয়ে পড়ছে এই গরমে। সেই পশুদের জন্য অভিনব উদ্যোগ বনদফতরের। বাঁকুড়ার জয়পুরের জঙ্গলজুড়ে একাধিক জায়গায় তাদের জন্য দেওয়া হল নুন গোলা জল, ভেজা ছোলা ও কাঁচা নুন। যা বন্যপ্রাণীদের অনেকটাই রক্ষা করবে গরম থেকে। বন্য প্রাণীদের পানীয় জলের চাহিদা মেটাতে এবং ডিহাইড্রেশন থেকে সুরক্ষিত রাখতে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের উদ্যোগে থেকে জয়পুর রেঞ্জের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হল। হরিণের বিচরণ এলাকায় একাধিক পাত্রে রাখা হল নুন মেশানো জল, শালপাতার থালায় দেওয়া হল ভেজানো ছোলা এবং নুন। বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের এডিএফও এবং জয়পুর রেঞ্জের রেঞ্জ অফিসার নিজেরা জঙ্গলে গিয়ে হরিণদের জন্য এমন ব্যবস্থা করেন।
বনদফতর মনে করছে, এই গরমে নুন মেশানো জল পান করলে হরিণগুলি ডিহাইড্রেশন থেকে বাঁচবে। শুধুমাত্র হরিণ নয় অন্যান্য প্রাণীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে জয়পুর জঙ্গলে জুড়ে। জয়পুর রেঞ্জ অফিসার জানান, এক এক দিন এক এক ধরনের খাবার দেওয়া হয়। যা এই গরমে খুবই উপকারী বন্য পশুদের জন্য।