রাজ্যের খবর

অভিনব উদ্যোগ, গুরুনানক জয়ন্তীতে মালদায় বোন ফোঁটার আয়োজন

Innovative initiative, sister drop ceremony organized in Malda on Guru Nanak Jayanti

Truth Of Bengal: গুরুনানক জয়ন্তীতে মালদা শহরে আয়োজিত হল বোন ফোঁটা। শুক্রবার সকালে মালদার উঠোনে এই কর্মসূচি আয়োজিত হয়। রীতিমতো মন্ত্রোচ্চারণ করে বোনেদের মঙ্গল কামনা করেন দিদি-বোনরা।

এক মহিলা সুদেষ্ণা মৈত্র জানান, বোনদের মঙ্গল কামনায় চার বছর আগে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম। এবছর আমাদের এই কর্মসূচি পঞ্চম বছরে পড়ল। সাম্প্রতিক সময়ে যেভাবে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে দিদি-বোনদের একে অপরের পাশে থাকতেই হবে।

আরেক মহিলার দাবি, ভাইয়ের মঙ্গল কামনার্থে অনেক উৎসব থাকলেও বোনদের মঙ্গল কামনায় তেমন উৎসব নেই, সেই চিন্তাভাবনা থেকে আমরা এই কর্মসূচি নিয়েছি।

Related Articles