বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য উদ্যোগ, নির্মাণ হবে ঢালু সিঁড়ি, রাখা থাকবে হুইল চেয়ার
DM Order For Special Abled

The Truth of Bengal: নানা সময়ে কোনও কোনও দরকারে সরকারি অফিসে আসতে হয় বিশেষ চাহিদাসম্পন্নদের। তবে তাদের উপযোগী কোনও ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয় বিস্তর। ট্রাই সাইকেল চালিয়ে বিভিন্ন দফতরে যাওয়া কঠিন হয়ে পড়ে। এবার তাদের সেই সমস্যা দূর করার উদ্যোগ জেলা প্রশাসনের। বিশেষ ভাবে সক্ষমদের জন্য এবার তাদের উপযোগী সিঁড়ি সিড়ি নির্মাণ হতে চলেছে। নির্দেশ দিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক। একইসঙ্গে সেখানে রাখা হবে হুইল চেয়ার। যাতে প্রয়োজনে ব্যবহার করতে পারেন বিশেষ চাহিদাসম্পন্নরা। ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন হল হলদিয়ার দুর্গাচকে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে।
রামকৃষ্ণ মিশন আশ্রম হলদিয়ার আয়োজনে দিনভর চলে নানা অনুষ্ঠান। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক তানভির আফজল, হলদিয়া রিফাইনারির শম্ভু চক্রবর্তী, হলদিয়া বন্দরের পিকে দাস, স্বামী বিবেকাত্নানন্দ সহ একাধিক শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা। এদিনের এই অনুষ্ঠানে জেলাশাসক তানভির আফজল জানান, দিব্যাঙ্গরা এখনও বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা পান না।
জেলার বিভিন্ন অফিসে বা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য বিশেষ কোনও ব্যবস্থা নেই। তাই জেলাশাসক অফিস, এসডিও অফিস কিংবা বিডিও অফিসে বিভিন্ন দফতরে যাওয়ার জন্য বিশেষ ধরনের সিঁড়ি নির্মাণ করা হবে। বিশেষ ভাবে সক্ষমদের জন্য এখন সরকারিস্তরে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। কর্মমুখী করতে তাদের জন্য উপযোগী নানা কাজের ব্যবস্থা করা হয়েছে। সুযোগ পেলে অরাও নিজেদের প্রমাণ করতে পারেন। বিশেষভাবে সক্ষমদের পাশে থেকে সেই ভরসা জুগিয়ে যাচ্ছে সরকার।