রাজ্যের খবর
ভোটের লাইনে ময়নাগুড়ির বার্নিশ গ্রামের ঝড়ে ক্ষতিগ্রস্তরা
In the voting line, the victims of the storm are burnt in the village of Maynaguri

The Truth of Bengal: কয়েকদিন আগে ঝড়ে তাণ্ডব চলেছিল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ক্ষতিগ্রস্ত হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই এলাকার মানুষকে স্বতঃস্ফূর্ত ভোটদানে শামিল হতে দেখা গেল। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে উত্তরবঙ্গের তিন কেন্দ্রে। আর সেই ভোটদান পর্বে ক্ষতিগ্রস্তদের ভোটারদের ভোটার স্লিপ নিয়ে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেল।
ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালীবাড়ি এলাকার ১৬/১১৫ নম্বর বুথে এদিন ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ। এদিন অনেক পরিবার যাদের প্রয়োজনীয় নথি হারিয়ে গিয়েছে তারা ভোটার স্লিপ নিয়ে লাইন দাঁড়ান। ঝড়ে অনেকে আহত হয়েছিলেন এমন অনেককে এদিন ভোট দিতে আসতে দেখা জায়। একেবারে স্বতঃস্ফূর্ত ভাবেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণ পর্ব চলছে ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশ গ্রামের বুথে।