রাজ্যের খবর
রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল প্রতিমা
In the darkness of the night, the rampage of the evildoer

The Truth of Bengal: রাতের অন্ধকারে দুষ্কৃতীর তাণ্ডব, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল প্রতিমা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ। হাতে মাত্র কয়েকটা দিন সামনে সরস্বতী পুজো। নাওয়া খাওয়া খেয়ে ছেড়ে প্রতিমা গড়তে ব্যস্ত শিল্পীরা। বেশিরভাগ শিল্পীরা এই সময় সম্পূর্ণ ভাবে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকে। সেইমত প্রতিমা গড়ার কাজ প্রায় শেষের পথে, শুধু রং করা বাকি।
এই অবস্থায় প্রতিমাগুলিকে সারি সারি ভাবে সাজিয়ে রেখেছিলেন শিল্পী।রাতের অন্ধকারে এই প্রতিমা গুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। শিল্পীরা সকালে ঘুম থেকে উঠে দেখেন বেশিরভাগ প্রতিমাগুলিকে ভাঙচুর করে দেওয়া হয়েছে।
কে বা কারা এবং কোন উদ্দেশ্যে এগুলি ভাঙচুর করেছে সে সম্বন্ধে কিছু বলতে পারেনি কেউই। খবর দেওয়া হয়েছে বহরমপুর থানার পুলিশ কে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করা হয় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।