রাজ্যের খবর

শান্তিপুরে ভর সন্ধ্যায় ছিনতাই, উধাও তিন দুষ্কৃতি

Robbery

The Truth of Bengal: নদীয়ার শান্তিপুরে ভর সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে শান্তিপুরের দত্তপাড়া রায় বাড়ীর কাছে মেলা দেখে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সুদীপা সরকার এবং তার বান্ধবী রাজী সাহা দুজনের কাছ থেকে মোবাইল এবং নগদ তিন হাজার টাকা ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায় তিন দুষ্কৃতী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদীপা সরকার এবং রাজী সাহা দুজনেই পাশাপাশি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এরমধ্যে সুদীপার সাইকেলের সামনের বাস কেটে থাকা ব্যাগের মধ্যে টিউশন পড়ানোর নগদ তিন হাজার টাকা এবং একটি দু মাসের পুরনো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। ওই তিন দুষ্কৃতী প্রথমে তা ধরে টানতে গেলে বেশ খানিকটা ছেচড়ে যায় সাইকেল। এরপর তারা চেঁচামেচি করলেও পথ চলতি মানুষজনের কাছ থেকে খুব বেশি সহযোগিতা পায়নি। তবে তারা গ্যাস গোডাউন মোড় পর্যন্ত পেছনে ধাওয়া করলেও দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে সুদীপার ওই মোবাইলের শেষ লোকেশন অনুযায়ী জানা যায় সূত্রাগর রাজপুত পাড়া।

ঘটনার পর ওই দুই যুবতী শান্তিপুর থানার দারস্ত হয়ে একটি লিখিত অভিযোগ পত্র জমা করেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানার পুলিশ ওই এলাকার বিভিন্ন সিসি ক্যামেরা সহ মানুষ জনের সাথে কথা বলে খতিয়ে দেখছে বিষয়টি।

Related Articles