রাজ্যের খবর

মহাভারতের যুধিষ্ঠির মতো গঙ্গায় নিজেকে বিসর্জন, স্পেনের এক সাধুর

Immersing himself in the Ganges, like Yudhishti of the Mahabharata, a saint from Spain

Truth Of Bengal: ভরা বর্ষায় ভাগীরথী নদীর জল এখন কানায় কানায়। সোমবার সকাল ১০ নাগাদ কালনার পূর্বস্থলী ১ ব্লকের জালুই়ডাঙায় এক ব্যক্তিকে টিউবে ভেসে যেতে দেখা যায়। তাঁকে সেখান থেকে উদ্ধার করে সিভিল ডিফেন্সের কর্মীরা। এর পর নাদনঘাট পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয় ।

তারপরে তিনি জানিয়েছেন তার নাম আলভারো। তিনি স্পেনের বাসিন্দা, মায়াপুরে থাকতেন । আধ্যাত্মিকতার টানে তিনি পরিবারকে ছেড়ে কৃষ্ণনগরের মায়াপুরে এসেছেন। তিনি হাসপাতালে শুয়ে শুয়ে মহাভারতের বিভিন্ন চরিত্রকে বর্ণনা করেন। যা দেখে অবাক হয়ে যান হাসপাতালের সকলেই। ষাটোর্ধ্ব বয়সি দীর্ঘকায় ওই বিদেশি বৃদ্ধ নিজকে বিসর্জন দিতে চেয়েছিলেন । যেভাবে যুধিষ্ঠির মহাপ্রস্থানের পথে গিয়েছিলেন।

আলভারোর কথায় “নিজেকে জিততে সেই ঘটনা অনুসরণ করেই আমি গঙ্গায় ভেসে হিমালয়ের কোলে পৌঁছতে চেয়েছিলাম।” তিনি আরও জানান, “সোমবার সকালে এক ব্রাহ্ম মূহূর্তে মাতা গঙ্গায় নিজের দেহকে বিলীন করে দিতে চেষ্টা করেছিলাম।” তবে ওই বিদেশী বৃদ্ধের সারা দেহে মিলেছে ক্ষতের দাগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে আলভারো একটি ছুরি দিয়েতাঁর দুই হাত, পা ও গলার একটি অংশে আঘাত করেছিলেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন । তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । শুধু পৌরাণিক কাহিনী না এর পিছনে না কারোর উস্কানি ছিল পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আলভারো চকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়ার পর পুরো বিষয়টি জানার চেষ্টা করবে।

Related Articles