রাজ্যের খবর

যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণের মাদক! গ্রেফতার ৩ মহিলা

Illegal Drugs seized by west bengal police

The Truth of Bengal: যাত্রীবাহী বাস থেকে উদ্ধার গাঁজা, আটক তিন মহিলা। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ কমপক্ষে ৩৫ কেজি। পাচারে যুক্ত থাকার অভিযোগে তিনজন মহিলাকে গ্রেফতার করল বানারহাট থানার পুলিশ। এদের মধ্যে দুজনের কোলে দুজন শিশুও ছিল। রবিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে ডুয়ার্সের বানারহাট ব্লকের মোরাঘাট চৌপথিতে।

জানা গেছে, রবিবার বিকেলে পুলিশ বিশেষ রুটিন চেকিং করার সময় শিলিগুড়িগামী বাস থেকে আলাদা আলাদা ব্যাগে থেকে মাদকের প্যাকেট উদ্ধার করে। রাস্তায় পুলিশের নজর এড়াতে পরিকল্পনা করেই জামা কাপড়ের ব্যাগে করে মাদকগুলি শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। আটক হওয়া তিন মহিলা শিলিগুড়ির বাসিন্দা বলে জানা যাচ্ছে। পুলিশের নজর এড়াতে সন্ধ্যার দিকে বাসে উঠে তাঁরা। এছাড়া নজর এড়াতে কোলে শিশু নিয়ে এই কাজ করছিল।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বীরপাড়া থেকে শিলিগুড়িতে ওই ব্যাগগুলি নামিয়ে দিলেই দুই হাজার করে টাকা দেওয়া হবে তাঁকে। বীরপাড়ায় এক টোটোচালক এই ব্যাগ বাসে তুলে দিয়ে তাঁদের শিলিগুড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে। এই তিনজন মহিলার মধ্যে একজন এই নিয়ে দ্বিতীয়বার এইকাজ করলেও বাকিদের এদিনই প্রথমবার ছিল বলে জানান।  এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার তিনজন মহিলাকে কোর্টে তোলা হবে। ঘটনায় আর কারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

Free Access

Related Articles