রাজ্যের খবর

বনদপ্তরের অভিযানে পাচারের আগেই উদ্ধার অবৈধ বার্মাটিক কাঠ, গ্রেফতার ১

Illegal barmatic wood recovered before smuggling in forest department operation, arrest 1

The Truth Of Bengal:  বৃহস্পতিবার ফুলবাড়ি সংলগ্ন এলাকা থেকে ১২ লক্ষ টাকার বার্মা টিক কাঠ সহ একজনকে গ্রেফতার করল শালুগাড়া রেঞ্জের বনকর্মীরা।

জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালায় জিএসটি আধিকারিকরা। এরপর সেখানে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে একটি কন্টেনার এবং প্রচুর পরিমাণ বার্মা টিক কাঠ উদ্ধার করেন। এই ঘটনায় একজনকে আটক করে।

এরপরেই জিএসটি আধিকারিকরা শালুগাড়া রেঞ্জের হাতে তুলে দেয়। বনকর্মীরা ধৃতকে গ্রেফতার করে। ধৃতের নাম রাহুল খান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বার্মা টিক কাঠ আসাম থেকে মুম্বইয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এবং উদ্ধার হাওয়া বার্মা টিক কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে বনদপ্তর। ধৃতকে এদিন জলপাইগুড়ির আদালতে তোলা হয়।

FREE ACCESS

Related Articles