অফবিটরাজ্যের খবর

পেশায় ক্যান্সার রোগের চিকিৎসক, অথচ তাঁর ঝুলিতে হরেক দেশের নিদর্শন

Doctor Story

The Truth of Bengal: বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিত রায়ের তৈরি করেছিলেন এক ভিন্ন ধারার ছবি, যেখানে আধুনিক নগরসভ্যতা বনাম গ্রাম্য জঙ্গলি জীবনযাত্রার এক ঠান্ডা সংঘাতকে তুলে ধরা হয়েছিল। বিশ্বাস ও সন্দেহের এক অদ্ভুত দোলাচল। আগন্তুক চরিত্র মনমোহন মিত্র, বেশ কয়েক দশক বিদেশীর প্রত্যন্ত অঞ্চলে কাটানোর পর, তিনি যে অমূল্য জীবন দর্শন সংগ্রহ করেছিলেন, তার সত্যকে ছোঁয়ার ক্ষমতা হয়তো, আধুনিক বিজ্ঞান ও যুক্তিবাদীদের কাছেও নেই। এমনই এক প্রাকৃতিক নেশার জন্ম হয়, অদ্ভুত শখ থেকে।

এমন মনমোহন মিত্র আমাদের আশে পাশে অনেকেই আছে, হয়তো আমাদের দৃষ্টি সেদিকে পড়ে না। হুগলির কোন্নগরের বাসিন্দা পেশায় চিকিৎসক সঞ্জয় দাস, স্রেফ প্রকৃতির টানে ঘুরে ফেলেছেন ৯৩টি দেশ। দেখেছেন, অনুভব করেছেন নানা দেশের স্থাপত্য, শিল্প, সংস্কৃতি। এমনকী তিনি সংগ্রহ করেছেন, নানা দেশের মুদ্রা ও স্যুবেনির। তিনি জানালেন, ছোটবেলা থেকেই তাঁর শখ ছিল দেশ বিদেশ সফর করা। সেই স্বপ্নপূর্ণ হয়েছে, তিনি ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে চান এক অনন্য ইতিহাসকে।

আগে সেখানকার প্রকৃতি কেমন ছিল? ইতিহাসই বা কী ছিল? সেই তথ্য়ই যাতে তুলে ধরা যায়, তার জন্যই তিনি নানা দেশের নিদর্শন, শিল্পকর্ম, পোশাক, লোকসংস্কৃতির উপকরণ সংগ্রহ করেছেন। তাঁর ড্রয়িংরুমে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে, নানা দেশের শিল্পীদের তৈরি পুতুল, যা প্রাচীন লোকসংস্কৃতির অঙ্গ। তাঁর ঝুলিতে রয়েছে, নানা দেশের মুদ্রা। তিনি জানানলেন, মুদ্রা সংগ্রহের আসল উদ্দেশ্য হল, ভিন্ন দেশের মুদ্রার মধ্যে, লোকসংস্কৃতি, স্থাপত্যের যেমন নমুনা ধরা থাকে, তেমনই খুঁজে পাওয়া যায় ইতিহাসকেও।