রাজ্যের খবর

ফের একই ঘটনা! এনজেপি যাওয়ার পথে লাইনচ্যুত মালগাড়ি

Goods train derails near new jalpaiguri station

Truth Of Bengal : জলপাইগুড়ি : ফের ট্রেন দুর্ঘটনা। আবার দুর্ঘটনাস্থল ময়নাগুড়ি। সাতসকালে লাইনচ্যুত মালগাড়ি। ছয়টি বগি লাইনচ্যুত হবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। জলপাইগুড়ি ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। মঙ্গলবার আরও একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।

জানা যায়, এদিন সকালে একটি খালি মালগাড়ি ধূপগুড়ির দিক থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ময়নাগুড়ি রেল স্টেশনের কাছাকাছি মালগাড়িটির মাঝামাঝি স্থানের বগিগুলো আলাদা হয়ে যায়। ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হবার পরে দুই নং রেললাইন থেকে এক নং রেললাইনে লাইনচ্যুত হওয়া ট্রেনের যন্ত্রপাতি ছড়িয়ে যায়। এক নং লাইনে জলের পাইপ ভেঙে ক্ষতি হয়।আপাতত দুটো লাইনই বন্ধ হয়ে রয়েছে।

দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হাইড্রা মেশিন ও জেসিবি নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।  সিগনালিংয়ের কোনও সমস্যা ছিল নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা, সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles