রাজ্যের খবর

মুম্বাই এয়ারপোর্টে উদ্ধার কোটি টাকার সোনা

Gold worth crores recovered at Mumbai airport

The Truth Of Bengal :  লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এইমতাবস্থায় দেশ জুড়ে চলছে নির্বাচনের আদর্শ আচরন বিধি। রাজ্যে রাজ্যে কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে। বিভিন্ন এয়ারপোর্টে অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। নাকা পয়েন্ট গুলোতেও চলছে নজরদারি। নির্বাচনে কোনভাবে অবৈধভাবে কোন অর্থ লেনদেন না হয় সেদিকে নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যে রাজ্যে আটক করা হয়েছে বেআইনি মাদক থেকে অবৈধভাবে নিয়ে আসা সোনা।

এবার মুম্বাই এয়ারপোর্টে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা। কয়েকজন যাত্রীর কাছ থেকে এই সোনা উদ্ধার হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চার জনকে। কোথা থেকে এই সোনা আনা হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। তাদের উদ্দেশ্য কি ছিল তাও খতিয়ে দেখছে তারা। এই বিপুল টাকার সোনা কেন নিয়ে আসা হয়েছিল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

 

 

Related Articles