রাজ্যের খবর

ডিজিটালে গৌড়ের তথ্য ভান্ডার,পযটনের বিকাশে বাড়তি গুরুত্ব

Gaur's data repository in digital, added importance in the development of tourism

The Truth of Bengal: বিশ্ব মানচিত্রে গৌড়ের রেপ্লিকা সামনে আনল মালদা কলেজ।রামকেলি,লুকোচুরি দরওয়াজা,ফিরোজ মিনার সহ গৌড়ের নানা ঐতিহাসিক সৌধ ও স্থাপত্যের কথা ডিজিটাল তথ্য ভাণ্ডারে রয়েছে। এই রেপ্লিকার মাধ্যমে গৌড়বঙ্গের পড়ুয়া যেমন ইতিহাস জানতে পারবে,তেমনই আবার পর্যটকরাও প্রাথমিক ধারণা পাবে। খুব শিগগিরি এবিষয়ে তরুণ-তরুণীদের হাতেকলমে শিক্ষা দিয়ে প্রশিক্ষিত গাইড তৈরি করা হবে বলেও মালদা কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

ডিজিটাল যুগে একক্লিকেই মিলছে তথ্য।তাই পর্যটন শিল্পের বিকাশের স্বার্থে ও আগামী প্রজন্মকে তথ্যসমৃদ্ধ করতে এগিয়ে এল মালদা কলেজ কর্তৃপক্ষ। মালদহের রামকেলি,বারোদুয়ারি,লুকোচুরি দরওয়াজা.ফিরোজ মিনার সহ গৌড়ের নানা সুদৃশ্য  সৌধও স্থাপত্যের কথা মিলবে ডিজিটাল তথ্য ভাণ্ডারে। গৌড়ের অজানা তথ্য এই ডিজিটাল তথ্যের দুনিয়ায় জায়গা পাবে। সেজন্য গৌড়ের  একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে। রেপ্লিকাটি তৈরি করা হয়েছে বিশিষ্ট ভাস্করদের সাহায্যে। ব্যয় হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। প্রতিটি সৌধের জন্য সুনির্দিষ্ট বারকোড রয়েছে। সেগুলি স্ক্যান করলেই পৃথকভাবে প্রতিটি সৌধ সম্পর্কিত যাবতীয় তথ্য বাংলা ও ইংরেজিতে পাওয়া যাবে।

তরুণ-তরুণীদের হাতেকলমে শিক্ষা দিয়ে গৌড়ের ইতিহাস পর্যটকদের সামনে তুলে ধরতে প্রশিক্ষিত গাইড তৈরির কাজও শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। মালদা কলেজের এই ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন পড়ুয়া থেকে গবেষক সকলেই। কলেজের অধ্যক্ষ মানস বৈদ্য  বলেন, এই উদ্যোগ গৌড়ের ইতিহাসকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি জেলার পর্যটন শিল্পের বাণিজ্যিক বিকাশের সহায়ক হবে।

গৌড়কেন্দ্রিক পর্যটনকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে  প্রশিক্ষিত গাইড তৈরির জন্য অতিরিক্ত একটি কোর্স চালু করার উদ্যোগ নিচ্ছে মালদা কলেজ। ক্লাসরুমের সঙ্গে সঙ্গে উৎসাহীদের গৌড়ে নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া হবে। তাতে তাঁদের যেমন আর্থিক উপার্জনের রাস্তা খুলবে তেমনই পর্যটকরাও গৌড়ের ইতিহাস জানার ক্ষেত্রে উপকৃত হবেন।ফলে পর্যটন শিল্পের মাণোন্নয়নে এই কাজ বড় সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা জেলার ইতিহাস সচেতন মানুষের।

Related Articles