রাজ্যের খবর

চা বলয়ে স্বাস্থ্য পরিষেবায় জোর, ৩০ শয্যার গ্ৰামীণ হাসপাতালের শিলান্যাস

Foundation stone of 30-bed rural hospital laid in tea belt

Truth Of Bengal: চা বলয়ে স্বাস্থ্য পরিষেবায় জোর। ডুয়ার্সের বানারহাটে গ্ৰামীণ হাসপাতালের কাজের শিলান্যাস। বুধবার বিকেলে বানারহাট গ্ৰামীণ হাসপাতালের কাজের শিলান্যাস করেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক ডাঃ নির্মল চন্দ্র রায়। উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা, বানারহাটের বিডিও, আইসি সহ অনেকে।

জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় ৩০ কোটি ৩২ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে এই গ্রামীণ হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালে ৩০ টি বেড সহ চিকিৎসার বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে।
ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক ডাঃ নির্মল চন্দ্র রায় বলেন,”বানারহাটে বেশ কয়েকটি চা বাগান রয়েছে। আগে এখানে সুস্বাস্থ্য কেন্দ্র ছিল। বর্তমানে ৩০ শয্যার গ্ৰামীণ হাসপাতাল হবে। এরফলে বানারহাটবাসী আগের থেকে ভালো চিকিৎসা ব্যবস্থার সুবিধা পাবেন।”

উল্লেখ্য গত ২০২১ সালে ধূপগুড়ি ব্লককে আলাদা করে বানারহাট ব্লক গঠন করা হয়। এরপর গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে বানারহাটে প্রশাসনিক সভা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানারহাটে গ্রামীণ হাসপাতাল তৈরি করা হবে বলে ঘোষণা করেন।আর এদিন বানারহাট গ্রামীণ হাসপাতালের কাজের শিলান্যাস করা হলো।

Related Articles