রাজ্যের খবর

কৃষ্ণনগরে তরুণী মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে ফরেন্সিক টিম, উদ্ধার দেশলাই, বোতল

Forensic team at the spot in Krishnanagar girl's death, recovered deslai, bottle

Truth Of Bengal : মাধব দেবনাথ, নদিয়া : কৃষ্ণনগরে তরুণী মৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর প্রমাণ উঠে এসেছে। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফরেন্সিক এর আধিকারিকরা। এরপর তাঁরা ঘটনাস্থল থেকে দেশলাই বাক্স ও একটা কেরোসিনের বোতল উদ্ধার করেন। পাশের মন্ডপের থেকে বেশকিছু তথ্য সংগ্রহ করে আধিকারিকরা।

যদিও প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ময়নাতদন্তে তরুণীকে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কৃষ্ণনগরের তরুণীর। তরুণীর দেহের নব্বই শতাংশ-ই পুড়ে যায়। আর তাতেই মৃত্যু হয় ওই তরুণীর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনটাই ইঙ্গিত পাওয়া যায় । কল্যাণীর JNM হাসপাতালে নির্যাতিতার ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের পুরো রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছেন কৃষ্ণনগর পুলিস জেলার এসপি । পাশাপাশি তিনি এও জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলাও রুজু করা হয়েছে। সিট তদন্ত করছে। সমস্ত সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles