রাজ্যের খবর

হড়পা বানে ভেসে গিয়েও ভাগ্যের জোরে বাঁচলেন পাঁচ ছাত্রছাত্রী সহ অভিভাবক, দেখুন ভিডিয়ো

Five students along with their parents survived despite being swept away by the Harpa river, watch the video

The Truth Of Bengal,প্রকাশ মণ্ডল,আলিপুরদুয়ার: সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছিল এলাকায়। তবুও স্কুল গিয়েছিল জয়বীরপাড়া চা বাগানের পড়ুয়ারা। কিন্তু স্কুল থেকে ফেরার পথে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা তারা বুঝে উঠতে পারেনি। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্কুল থেকে ফেরার পথে নদী পারাপার করতে গিয়ে হটাৎ এলো হড়পা বান। নদীর জল হটাৎ এতো বেড়ে যাওয়ায় চোখে মুখে আতঙ্ক দেখা যায় মোট পাঁচ পড়ুয়ার চোখে মুখে। হড়পা বানে ভেসে গিয়েছিল প্রায়।

কোনও মতে স্থানীয়দের সহযোগিতায় ডাঙায় ওঠে তারা। কিন্তু ভেসে গিয়েছে স্কুল ব্যাগ।মৃত্যুকে কাছ থেকে দেখল এই পড়ুয়ারা।  তবে এই বৃষ্টির মাঝে তাঁরা কেন ওই জায়গায় গেছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related Articles