জলপাইগুড়িতে ধূপকাঠি তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন
Fire breaks out in Jalpaiguri incense factory, 2 fire engines on the spot

The Truth Of Bengal, জলপাইগুড়ি -কল্যান চন্দ: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়িতে ধূপকাঠি তৈরীর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর, রবিবার দুপুর দুটো নাগাদ জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকার একটি ধূপকাঠি তৈরীর কারখানায় হঠাৎ বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে শিলিগুড়ি ও ফুলবাড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রথমেই আগুন নিয়ান্ত্রনে আনার চেষ্টা করে। যুদ্ধকালীন তৎপরতায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর অবশেষে য় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়ায় কারখানায় ধুপকাঠি তৈরির মেশিন সহ ধূপকাঠি তৈরির যাবতীয় সামগ্রী পুড়ে ছাই।
কারখানার মালিক জানায়, “কারখানাটি তিন মাস যাবত বন্ধ ছিল।আজ হঠাৎ কারখানায় আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। কারখানার ভেতর থেকে আগুন লাগেনি, পাশের একটি ফাঁকা জমি থেকে আগুন লাগতে পারে।”