রাজ্যের খবর

প্রতীক্ষার অবসান! অবশেষে বারুইপুর মহকুমা হাসপাতালে কাজে যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা

Finally, junior doctors joined the work at Baruipur sub-district hospital

Truth Of Bengal : বারুইপুর : জাহেদ মিস্ত্রী : আরজি কর হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তার খুন, ধর্ষণের প্রতিবাদে গত ৪২ দিন টানা কর্মবিরতির পালন করেছিলে জুনিয়র ডাক্তাররা। অবশেষে শনিবার ইন্টার্ন ডাক্তাররা কাজে যোগ দিলেন। এদিন বারুইপুর মহকুমা হাসপাতালে প্রায় ১০ থেকে ১২ জন ইন্টার্ন ডাক্তার কাজে যোগ দিলেন। জুনিয়র ডাক্তারদের শর্ত অনুযায়ী তারা এখন এমার্জেন্সিতে কাজ করবেন।

আউটডোর বা অন্য কোন জায়গায় ডিউটি করবে না। বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী বলেন জুনিয়র বা ইন্টার্ন ডাক্তাররা কর্ম বিরোধির ফলে হাসপাতালে সিনিয়ার ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে রুগীর পরিষেবা দিচ্ছিলেন। কিছুটা হলেও রোগী পরিষেবা দিতে দেরি হতো। এখন ইন্টারনেট বা জুনিয়র ডাক্তাররা আসার ফলে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে দ্রুততার সঙ্গে রোগী পরিষেবা দেওয়া যাবে। বারুইপুর মহাকুমা হাসপাতালে এই দিন  নীলরতন সরকার হাসপাতাল থেকে জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন ডাক্তাররা আসেন রোগী পরিষেবা দিতে।

Related Articles