উপেন্দ্রনগরে বাঘের গর্জনে আতঙ্ক, সারা রাত্রি নদী বাঁধে বনদপ্তরের কর্মীরা
Fear of tiger roar in Upendranagar

The Truth of Bengak: পাথরপ্রতিমা এলাকায় দুমাস ধরে চলছে বাঘের আতঙ্ক। কখনো শ্রীধর নগর, কখনো সিতারামপুর ইন্দ্রপুর, রাখালপুর আর উপেন্দ্রনগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। বনদপ্তরের কর্মীরা গত দুমাস ধরে ঘর ছেড়ে জঙ্গলে নৌকায় বসবাস শুরু করেছে, বাঘের খুঁজে চলছে প্রতিদিন তল্লাশি। উপেন্দ্র নগর ঠাকুরান নদীর চরে বাঘের গর্জন শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।
বনদপ্তরও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বাঘের গর্জন শুনে বনদপ্তর বুঝতে পারে যে বাঘ এখনো উপেন্দ্র নগর জঙ্গলেই আছে। প্রচন্ড ঠান্ডার মধ্যে সারা রাত্রি নদী বাঁধে বনদপ্তরের কর্মীরা সঙ্গে এলাকার মানুষরা নদী বাদে পাহারায়, আজ সকাল থেকে শুরু হলো নদীর জঙ্গলে জাল ঘেরা। বনদপ্তর এখন বাঘকে ধরার জন্য জাল পেতে শুরু করেছে।
তারা আশা করছে, শ্রীধরনগর জঙ্গলে পেতে পড়া জালে বাঘ আটকা পড়বে। যদি বাঘ ধরা পড়ে, তাহলে এলাকাবাসীর আতঙ্কও কাটবে। বনদপ্তরের কর্মীরা গত দুমাস ধরে বাঘ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জঙ্গলে নৌকায় বসবাস করছে এবং প্রতিদিন তল্লাশি চালাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত বাঘ ধরা যায়নি। বাঘের গর্জন শুনে বনদপ্তর আশাবাদী যে এবার তারা বাঘকে ধরতে পারবে।