অভিনব জন্মদিন পালন সিউড়ির আড্ডা স্কুলে, ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল চারাগাছ
Fancy birthday celebration At Adda School in Siuri, saplings were handed over to girl students

The Truth Of Bengal: অভিনব জন্মদিন পালন বীরভূম জেলার সিউড়ির আড্ডা স্কুলে। মাসের শেষ দিন যাদের জন্মদিন পালন করা হয় তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ।
সূত্রের খবর, বীরভূম জেলার সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত আড্ডা গ্রামের আড্ডা প্রাথমিক বিদ্যালয়ে প্রতিমাসে পড়ুয়াদের জন্মদিন পালন করা হয়ে থাকে। মূলত মাসের শেষ দিন সেই সকল পড়ুয়াদের জন্মদিন পালন করা হয় যাদের সারা মাসে জন্মদিন থাকে। সেইমতো বৃহস্পতিবার এই স্কুলে এই জন্মদিন পালন করা হয়। কেক কেটে সবার মধ্যে আনন্দ উপভোগ করে এই জন্মদিন পালন করা হয়।
এছাড়াও যাদের জন্মদিন পালন করা হয় তাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। যে চারাগাছটি ওই পড়ুয়ারা লালন পালন করে বড় করে তুলবে। স্কুলের তরফ থেকে এমন অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত এলাকার বাসিন্দাদের কথা মাথায় রেখে। কারণ এই প্রত্যন্ত গ্রাম এলাকার অনেকেই বড় করে বাড়িতে জন্মদিন পালন করতে পারে না। সেই কারণেই ছোটদের আনন্দ দিতে এমন উদ্যোগ।
FREE ACCESS