ভুয়ো নার্সিং সেন্টার নকল সার্টিফিকেট, তোলপাড় বসিরহাট
Fake nursing center fake certificate, commotion in Basirhat

Truth Of Bengal: ভুয়ো নার্সিং সেন্টার খুলে কয়েকশো ছাত্র-ছাত্রীর থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। শিক্ষার্থীদের আরএমএমএম প্যারা মেডিকেল নার্সিং চাকরি পাওয়ার সমস্ত ভুয়া সার্টিফিকেট দিত সেই ভুয়ো নার্সিং সেন্টার। সেই সার্টিফিকেটে এমবিবিএস ডাক্তারের নকল করা সইও ব্যাবহার করা হয়েছে।
দীর্ঘ কয়েক বছর ধরে এএনএম নার্সিং সেন্টারের নাম করে ভুয়ো সংগঠন খুলে বসেছিল পি কে চট্টোপাধ্যায়। তিনি প্রতারণা চক্র চালিয়েছেন বিভিন্ন জায়গায়। তার একাধিক জায়গায় নার্সিং সেন্টার রয়েছে।
উত্তর ২৪ পরগনার বিরাটি, সন্দেশখালি, নেজ্যট, হাসনাবাদ, বসিরহাট সহ বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়ছে ভুয়ো সংগঠনের আড়ালে। সীমান্ত থেকে সুন্দরবনের শিক্ষিত যুবক-যুবতীরা চাকরি পাওয়ার আশায় এখানে নার্সিং ট্রেনিং নিত, তাদের রীতিমতো মগজ ধোলাই করেছে পি কে চ্যাটার্জী।
এই প্রতারণার কথা প্রকাশ্যে আসতেই তার বাড়ির সামনের গেটে তালা মেরে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখায়। তারপরে বসিরহাট সাইবার ক্রাইম থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়। নার্সিং ট্রেনিং সেন্টারের মালিক পি কে চ্যাটার্জীর ফোন বন্ধ। অভিযুক্ত বর্তমানে পলাতক।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, “আমাদের ছমাস কারও এক বছর কারও দু’বছর ধরে নার্সিং সার্টিফিকেট দেওয়ার নাম করে ট্রেনিং দিয়েছিল তারা। এর বিনিময়ের লক্ষ লক্ষ টাকা হাতানো হয়েছে। সেই সার্টিফিকেটগুলোতে নকল এমবিবিএস ডাক্তারের সইও রয়েছে।”
এদিন দেখা যায় তার বাড়ি অর্থাৎ নার্সিং সেন্টারের সামনে একটি পোস্টার লাগানো হয়। সেখানে লেখা রয়েছে বিধায়কের নির্দেশে আপাতত নার্সিং ট্রেনিং সেন্টার বন্ধ রাখা হল। এর পেছনে অন্য কোন চক্র কাজ করছে কি না সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।