জাল লটারির রমরমা ইসলামপুরে, অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান পুলিশের
Fake lottery rampage in Islampur, police operation against illegal business

The Truth of Bengal: জাল লটারির কারবার বেড়ে গিয়েছে। এতে ব্যবসায়ীদের যেমন আয় কমেছে, তেমনই বঞ্চিত হচ্ছে সাধারণ মানুস, যারা ভাগ্য বদলের আশায় লটারি কাটেন। এই জাল লটারি কারবার উপড়ে ফেলেতে টানা অভিযান চালাচ্ছে পুলিশ। দিনাজপুর জেলার ইসলামপুর থেকে পুলিশ সমূলে উৎখাত করতে চায় জাল লটারি কারবারের।
জাল লটারির রমরমা কারবার চলছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। এই কারবার বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে লটারি বিক্রেতারা। অন্যদিকে, জাল ল্টারি কেটে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। যা নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে লটারি ব্যবসায়ী মহলে। এই জাল লটারি চক্র উপড়ে ফেলতে আসরে নেমেছে পুলিশ। এবার ইসলামপুর পুলিশ জেলা এবং ইসলামপুর থানার পক্ষ থেকে যাল লটারির টিকিটের পর্দা ফাঁস করতে লাগাতার অভিযান চলছে। একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ। দু’দিন আগে মিলনপল্লির এলাকায় একটি লটারির দোকানে অভিযান চালিয়ে উদ্ধার কড়া হয় প্রচুর জাল লটারি। ইসলামপুর শহরের লটারি ব্যবসায়ীরা জানাচ্ছেন, বৈধ লটারি ব্যবসা যেমন চলছে এখন তার পাশাপাশি চলছে জাল লটারির কারবার। আর তার মাসুল দিতে হচ্ছে বৈধ ব্যবসায়ীদের। এখন বৈধ লটারি বিক্রি কমে গিয়েছে। মানুষ বুঝতে না পেরে জাল টিকিট কিনে বঞ্চিত হচ্ছে। এই জাল লটারি কারবারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছেন বৈধ লটারি ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পেয়ে সক্রিয় হয় পুলিশ। শুরু করে অভিযান। এই প্রসঙ্গে ইসলামপুরের ডিএসপি ডিএন শ্যামসুন্দর জানান, ইতিমধ্যে একাধিক অনেক অভিযান চালানো হয়েছে। জাল লটারি কারবারের পর্দা উপড়ে ফেলতে পুলিশ টানা অভিযান চালাবে বলে জানান তিনি। ভাগ্য বদলের আশায় অনেকে নিয়মিত লটারি কাটেন। অনেক বিক্রেতার সংসার চলে লটারি বিক্রি করে। জাল লটারির কারবার বেড়ে যাওয়ায় আয় কমেছে বৈধ লটারি কারবারীদের। সেই জাল লটারি ব্যবসা উপড়ে ফেলতে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি ব্যবসায়ীরা।