রাজ্যের খবর
ফের বিস্ফোরক সন্দেশখালির মাস্টার মাইন্ড, দাবি বিজেপির মিথ্যাচারের শিকার তিনি ,ফাঁসানো হচ্ছে তাঁকে
Explosive Sheikh Shahjahan again

The Truth of Bengal: সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহান বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন।সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে শুক্রবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ উঠেছে, শাহজাহানের কন্যা সাবিনার নামে একটি মাছ ব্যবসার সংস্থা চলে, যার নাম সাবিনা এন্টারপ্রাইজ়। ওই সংস্থার অ্যাকাউন্টে ১৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ।
শুক্রবার সেই অভিযোগই উড়িয়ে দিয়েছেন সন্দেশখালির সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা। তাঁর সাফ জবাব ‘‘সব মিথ্যে কথা।বিজেপি ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য এইসব মিথ্যাচার করছে বলেও সোচ্চার সন্দেশখালির অভিযুক্ত নেতা। সিজিও থেকে বেরোনোর মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শাহজাহান। তাঁকে তাঁর মেয়ের নামে একটি সংস্থা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তার জবাবে মুখ খোলেন শাহজাহান।মিথ্যাচার বলে উড়িয়ে দেন তিনি।