রাজ্যের খবর

দীঘায় দেখা মিলল এক ঝাঁক পরিযায়ী পাখির

Migratory birds

The Truth of Bengal: পর্যটক এলাকা দীঘায় ঢোকার আগে ছোট ছোট ঝিলে প্রচুর পরিমাণে বিদেশি পাখি আগমন আর এতে খুশি পর্যটকরা। এ যেন সমুদ্র উপভোগ সঙ্গে পরিযায়ী পাখি দেখা এ যেন বাড়তি পাওনা দীঘায় আশা পর্যটকদের।

সেই কারণে ওই পাখিগুলি ঠিকঠাক মতো থাকে তাদের কোন অসুবিধা না করা হয় কেউ যেন শিকার না করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করলেন রামনগর। এক নম্বর পঞ্চায়েত সমিতি ও দীঘাশঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ জানান, সব রকম ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। তাহলে আর দেরি নয় পর্যটকরা উপভোগ করতে চলে আসুন দীঘায় সমুদ্রের পাশাপাশি বাড়তি উপভোগে বিদেশি পাখি দেখা।

Related Articles