দুর্যোগ কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর!
Even if the disaster is reduced, the suffering of the people of Ghatal is not decreasing!

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- বৃষ্টি বন্ধ হয়ে গেছে তবুও তেমন ভাবে কমলো না ঘাটালে। জল কমতে শুরু করলেও প্লাবিত ঘাটালের বেশকিছু এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। গতকাল থেকে কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার জল, জল কমলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। রাজ্য সড়ক থেকে শুরু করে জলে ডুবে রয়েছে বীঘের পর বিঘে কৃষি জমি।
ঘাটালের একাধিক এলাকায় বন্যার জলে ডুবে রয়েছে পাকা বাড়ির একতলা, ছাদের উপর ঝুঁকিপূর্ণভাবে ত্রিপল টাঙিয়ে চলছে বসবাস। ইলেকট্রিক না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট, দূর থেকে নৌকা ও ডিঙ্গি চড়ে দূর থেকে জলে এনে ব্যবহার করতে হচ্ছে তাদের। ঘাটালের রথীপুর এলাকায় বন্যার জলে ডুবে থাকার রাজ্য সরকার উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন থেকে শুরু করে মানুষজন। সবে মিলিয়ে বন্যার জল কমছে শুরু করলেও সমস্যা কমছে না ঘাটালবাসীর। আরো কয়েকদিন গেলে হয়তো কিছুটা স্বস্তি মিলবে ঘাটাল বাসির। তবে পুজোর আগে বড় দুশ্চিন্তায় ঘাটাল, দাসপুর ও কেশপুরের বেশ কিছু অঞ্চলের মানুষজন।