রাজ্যের খবর

পদ্ম শিবিরে ভাঙন অব্যাহত, ডুয়ার্সের চা বলয়ে তৃণমূলে যোগ ১৫ টি পরিবারের

Erosion in bjp camp continues, 15 families join TMC in Dooars tea belt

Truth Of Bengal: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে পদ্ম শিবিরের মধ্যে ভাঙন অব্যাহত। এবার ডুয়ার্সের মাটিয়ালী ব্লকের চালসা চা বাগানের ১৫ টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিল তৃণমূলে। মঙ্গলবার সন্ধায় চালসা চা বাগানের এক অনুষ্ঠান থেকে তাঁরা যোগ দেন জোড়াফুল শিবিরে।

যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ও তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পতাকা তুলে দেন তৃণমূলের মাটিয়ালী ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা, বেলা কুজুর, উমেশ কালান্দি। এছাড়াও  আইএনটিটিইউসির ব্লক সভাপতি বিজয় বাগওয়ার, তৃণমূলের ইনডং মাটিয়ালি অঞ্চল সভাপতি সুবীর দাস সহ অনেকে।

তৃণমূলে যোগ দিয়েই প্রাক্তন বিজেপি সদস্যরা জানিয়েছেন, ‘মা মাটি মানুষের সরকারের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হওয়ার জন্যই তৃণমূলে যোগদান।‘ তবে কী কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল এই ১৫ টি পরিবার তা এখন স্পষ্ট নয়। বলা বাহুল্য, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাখির চোখ ডুয়ার্সের চা বলয়। আর সেখানেই নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

Related Articles