
The Truth of Bengal: সন্ধ্যা হতেই বাড়িতে হানা দিল হাতি। ভেঙে দিলো টিনের বেড়া। আতঙ্কে ঘর থেকে পালিয়ে বাঁচলেন পরিবারের সদস্যরা। ডুয়ার্সের বানারহাট কলোনির ঘটনা। জানা গেছে, শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ মোরাঘাট জঙ্গল থেকে এক পাল হাতি বেরিয়ে ১৭নং জাতীয় সড়ক পার করে লোকালয়ে চলে আসে।
সেখান থেকেই একটি হাতি বানারহাট ২ নং কলোনীর বাসিন্দা ননী গোপাল মোহন্তর বাড়িতে ঢুকে পরে। সেই সময়ে রান্না ঘরে চলছিল নাড়ু বানানোর কাজ। গন্ধ পেয়ে নাড়ুর লোভেই সম্ভবত হাতিটি টিনের বেড়া ভেদ করে আধা ইটের দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পরে। ঘরের মধ্যে হাতি দেখে ঘরে থাকা সকলে ভয় পেয়ে পালিয়ে যান।
আর এরপরই হাতিটি ফাঁকা ঘরে চালায় তাণ্ডব। ঘরে থাকা এক বস্তা চাল ও আনাজ খেয়ে নেয়। সঙ্গে বানানো সব নাড়ু খেয়ে সাবাড় করে। এরপর স্থানীয়রা বনদপ্তরকে খবর দিলে বনদপ্তরের কর্মীরা হাতিটিকে তাড়িয়ে ১৭নং জাতীয় সড়ক পার করে জঙ্গলে ফেরায়।