রাজ্যের খবর

ধান ক্ষেতে হাতির হানা, নাজেহাল এলাকাবাসী

Elephant attack

The Truth of Bengal: এতদিন খাদ্যের লোভে হাতি শুধুমাত্র জঙ্গল সংলগ্ন এলাকার ধান ক্ষেতে হানা দিত। আর যেকারণে ইতিমধ্যে কৃষকেরা জমির ধান কেটে বাড়িতে নিয়ে এসেছে। এবার খাদ্যের লোভে জনবহুল এলাকার ভিতরে ঢুকে যাচ্ছে হাতি। মঙ্গলবার রাতে একটি হাতি ঢুকে পড়ে ডুয়ার্সের মেটেলি ব্লকের জনবহুল বাতাবাড়ির পূর্ব বাড়ি এলাকায়। হাতিটি এলাকার মরহুম দরবেশ কাতেবী সাহের মাজারের কংক্রিটের সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়।

নষ্ট করে ধান ক্ষেতও। পরে হাতিটি দক্ষিণ ধুপঝোরা মুচিপাড়া হয়ে ফের গরুমারা জঙ্গলে চলে যায়। এভাবে গ্রামের ভিতরে হাতি চলে আসায় স্বাভাবিকভাবে আতঙ্কিত বাসিন্দারা। জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১২ টা নাগাদ একটি হাতি দক্ষিণ ধূপঝোড়া হয়ে আসে পূর্ব বাড়ি এলাকায়। রাতেই গ্রামের লোকজন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে।

চারিদিকে জনগণের চিৎকারে হাতিটি দিশেহারা হয়ে যায়। এরপর হাতিটি সীমানার প্রাচীর ভাঙ্গে পূর্ব বাতাবাড়ি এলাকায়। আজ সকালে ঘটনার খবর পেয়ে এলাকায় আসে ধুপঝোরা বিটের বন কর্মীরা। তারা যাবতীয় দিক খতিয়ে দেখে। রাতে এলাকায় বন কর্মীদের টহলদারির দাবি করেছেন বাসিন্দারা। বনদপ্তরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles