
The Truth of Bengal: ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিটের অন্তর্গত চিথলবনি গ্রামে গতকাল রাতে প্রায় ৮টি হাতির একটি দল খাবারের সন্ধানে তান্ডব চালায়। ঘটনাস্থলে গিয়ে পৌছায় স্থানীয় হুলা পার্টির সদস্যরা। ড্রাইভ করার সময় হাতির মুখে পড়ে যায় বয়স ২২ এর হুলা পার্টির সদস্য চন্দ্রকান্ত মন্ডল। পালাতে না পেরে হাতি তাকে শুড়ে জড়িয়ে আছাড় মারে। স্থানীয় সূত্রে এমনটাই জানা যায়।
তড়িঘড়ি বনদপ্তরের কর্মী ও ঝাড়গ্রাম থানার পুলিশ হুলাপার্টির সদস্য চন্দ্রকান্ত মন্ডল কে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে।
এদিকে, বারংবার হাতির হানায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া ও ফসলের ক্ষয়ক্ষতি পুরন না পাওয়ায় এলাকাবাসী ক্ষোপে ফুসছেন। তারা বনদপ্তরের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর।