ফের ডুয়ার্সে হাতির হানা, ভুট্টা বাড়ি জঙ্গল থেকে ২২ টি হাতি এই হানা দেয়
Elephant attack in Duars again, 22 elephants attack from Bhutta Bari forest.

The Truth Of Bengal : ফের ডুয়ার্সে হাতির হানা। শুক্রবার রাতে ভুট্টা বাড়ি জঙ্গল থেকে ২২ টি হাতির একটি দল ঢুকে পড়ে রানি চেরা চা বাগানে। দলছুট হয়ে পড়া চারটি হাতি ঘুরে বেড়ায় চা বাগানের বিভিন্ন সেকশনে। হাতি দেখতে ভিড় জমান এলাকার সাধারণ মানুষ। হাতির থানার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় মালবাজারের বনদপ্তরের আধিকারিকরা।
বনকর্মীদের কথায় সাধারণ মানুষের ভিড়ের কারণে বিরক্ত হয় হাতিগুলি, যে কারণেই তারা চা বাগানের মধ্যে ছোটাছুটি করে। বনদপ্তরের পক্ষ থেকে সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে দূরে যাওয়ার অনুরোধ করা হয়। নাহলে যে কোন মুহূর্তেই বড়সড়ো বিপদের সম্ভাবনা ছিল।
প্রাথমিকভাবে চারটি হাতির মধ্যে একটি হাতি কে জঙ্গলে ফেরাতে সক্ষম হয় বনকর্মীরা।বাকি তিনটি হাতি ডামডিমের কাছে চাকলা বস্তি সংলগ্ন ঝোপের মধ্যে আশ্রয় নেয়। দীর্ঘ সময় পর ব্লক কর্মীদের চেষ্টায় তিনটি হাতিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়।
FREE ACCESS