রাজ্যের খবর

ডিমের আকারে শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ঝাড়গ্রাম

Egg-shaped hailstones Jhargram

The Truth Of Bengal, দেবব্রত বাগ-ঝাড়গ্রাম: বিকেল থেকেই গোটা জেলা জুড়ে ছিল আকাশের মুখভার। সারাদিন ধরে চলছিল হালকা বৃষ্টি। দুপুর গড়িয়ে সন্ধ্যে হতেই ঝাড়গ্রামে ব্যাপক শিলা বৃষ্টিতে ভাঙলো ঘরের ছাউনী।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে ঝাড়গ্রামের নয়াগ্ৰাম ব্লক জুড়েই ছিল আকাশের মুখ ভার। বিকেল হতেই ঝোড় হাওয়ার সঙ্গে প্রবল শিলাবৃষ্টিতে ভাঙলো গৃহস্থের বাড়ি। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ওই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন নয়াগ্রাম ব্লকের জরকা গ্ৰামের শতাধিক মানুষ। অনেকেই মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন। চাষেদেরও যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে । প্রবল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ টি পরিবার এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত এর আগে গত ২০ ফেব্রুয়ারি বাঁকুড়ার সিমলাপাল ও খাতড়া ব্লকেও এইরকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছিল। ওই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রায় শতাধিক মানুষ।

FREE ACCESS

Related Articles