প্রাথমিক স্তরে স্কুলছুটের হার শূন্য বাংলায়, কেন্দ্রের রিপোর্টে খুশি শিক্ষাবিদরা
Educationists happy with Centre's report on zero dropout rate at primary level in Bengal

Truth Of Bengal: দারুণ খবর। গত এক বছরে স্কুলছুট হয়নি কোনও পড়ুয়া। শুধু তাই নয়। বেসরকারি নয়, সরকারি স্কুলে পড়ার দিকেই ঝুঁকছে এ রাজ্যের পড়ুয়ারা। কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য সামনে এল।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে উল্লেখ রয়েছে, রাজ্যের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলেই পড়ছে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্কুলছুট হয়নি কোনও পড়ুয়া, এমনটাই দাবি করা হল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে। অর্থাৎ, গত বছর পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়া মাঝপথে স্কুল ছাড়েনি।
২০১১ সালে পালাবদলের পর রাজ্য শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রাখতে নানা প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শিক্ষক মহলের একাংশের মতে, মেধাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী প্রকল্পগুলির কারণেই সরকারি স্কুলে পড়ার প্রবণতা বেড়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও এই পরিসংখ্যান প্রাথমিকের ক্ষেত্রে রয়েছে হিমাচল প্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুতে।
কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি বিহারে (৮.৯ শতাংশ)। এ ছাড়াও, রাজস্থান (৭.৬ শতাংশ), মেঘালয় (৭.৫ শতাংশ), অসম (৬.২ শতাংশ), অরুণাচল প্রদেশে (৫.৪) স্কুলছুটের হার বেশি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও স্কুলছুট রয়েছে, তবে তা মাধ্যমিক স্তরে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণির স্কুলছুটের সংখ্যা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। এই স্তরে গত বছরে ১৭.৮৫ শতাংশ পড়ুয়া ড্রপ আউট হয়েছে। তবে, রাজ্যে প্রাথমিক স্তরে স্কুলছুটের হার শূন্য হওয়ার খুশি শিক্ষাবিদেরা। তবে এই পরিসংখ্যান বজায় রাখতে হবে বলে মনে করছেন তাঁরা।